আমাদের ভারত, হুগলী, ২৫ জুন: আমফানের ক্ষতিপূরণের টাকা সঠিক লোককে দেওয়া হয়নি এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। ঘটনা হুগলীর পান্ডুয়া থানার বেলুন গ্রামে। আহত উভয় পক্ষের বারো জন।
তৃণমূলের অভিযোগ, ওই গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য নিজেদের দলের লোকেদের বেছে বেছে টাকা দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে গতকাল বেলুন গ্রামে পোস্টার মারা হয় এবং আজ বেলার দিকে স্থানীয় ব্লক সভাপতির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করা হয়। তৃণমূলের মিথ্যা প্রচার ও মিথ্যা পোস্টারের প্রতিবাদ করে বিজেপি কর্মীরা। মিছিল চলাকালীন বিজেপি ও তৃণমূলের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শেষ পর্যন্ত সংঘর্ষে পৌঁছে যায়। ঘটনায় উভয়পক্ষের আহত হয় ১২ জন। প্রথমে সকলকে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়।
পরিস্থিতি সামাল দিতে ডিএসপি ক্রাইম, সিআই সহ বিশাল পুলিল বাহিনী উপস্থিত হয়। নামানো হয় র্যাফ। দু’পক্ষই থানায় অভিযোগ করে পরস্পরের বিরুদ্ধে।