আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ নভেম্বর: ফের বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার ঘোলাই এলাকা। সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন তৃণমূল কর্মী। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, খড়গপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি হেরে যাওয়ায় এলাকায় সন্ত্রাস শুরু করছে। অভিযোগ, শনিবার সন্ধ্যেয় হঠাৎ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে। এতে গুরুতর আহত হয় ৫ জন তৃণমূল কর্মী। তাদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় ৫ জনকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস। তার পাল্টা বক্তব্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। যদিও গোটা এলাকা উত্তপ্ত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।