আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: চন্দ্রকোনা রোড পশ্চিম মেদিনীপুর পঞ্চায়েত অফিস থেকে সরকারি চাল পাচারের অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও করতে গেলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়ির আইসি হেমন্ত পাত্র নিগৃহীত হন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকার সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অফিসে।
বিজেপির জেলা সম্পাদক রাজিব কুণ্ডুর অভিযোগ, গাড়িতে করে পঞ্চায়েত অফিস থেকে সরকারি চাল পাচার হচ্ছিল। বিজেপির স্থানীয় নেতৃত্ব গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করতে গেলে তাদের উপর তৃণমূল কর্মী সমর্থকরা চড়াও হয়।
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা রাজীব ঘোষের পাল্টা দাবি, উক্ত পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়ে দলীয়ভাবে পঞ্চায়েত অফিসের একটি বারান্দা তারা ব্যবহার করছিলেন এলাকার গরিব মানুষকে ত্রাণ বিলি করার জন্য। হঠাৎ করেই কিছু দুষ্কৃতী তাদের দলীয় কর্মীদের ওপর চড়াও হয়। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পৌঁছয় চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়ির আইসি হেমন্ত পাত্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সংঘর্ষের মাঝে পড়ে তারা নিগৃহীত হন বলে অভিযোগ।