সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জুন: “চায়ের দোকানে বসে দল বিরোধী আলোচনা বন্ধ করতে হবে। দলে থেকে কেউ বিরোধিতা করলে ব্যবস্থা নেওয়া হবে।” দলে গোষ্ঠী দ্বন্দ্ব মোকাবেলায় এভাবেই দলীয় কর্মী ও নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল। একটি কর্মী সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিধানসভা নির্বাচন- ২০২৬ যত এগিয়ে আসছে ততই জয়পুরে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে। ব্লক সভাপতির মতে দলেরই
একাংশ ‘চায়ের দোকানে বসে দল বিরোধী কথাবার্তা বলছেন। চায়ের দোকানের এই রাজনীতি বন্ধ করতে হবে। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জেলা রাজনীতির ওয়াকিবহাল মহলের বক্তব্য,
গত ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়পুরে প্রধান বিরোধী দলের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে তৃণমূল। এই ফলাফল শাসক দলের স্থানীয় নেতৃত্বকে চাপের মুখে ফেলে দিয়েছে। সেই কারণে তৃণমূল ব্লক সভাপতি এই সাবধান বার্তা দিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা। তাদের ধারণা বিজেপির ভোটে জয়ী হওয়া বিধায়ক হরকালী প্রতিহারকে তৃণমূলে নেওয়ায় দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামী নির্বাচনে হরকালী প্রতিহার ফের প্রার্থী হলে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই কারণে আগাম হুঁশিয়ারি বলে মনে করছেন অনেকে।
তবে বিজেপি এনিয়ে তোপ দাগতে ছাড়েনি। বিজেপি নেতা নবকুমার চক্রবর্তী বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। তৃণমূল বুঝে গিয়েছে, কেউ তাদের পাশে নেই। সেই হতাশা থেকেই এই মন্তব্য। তিনি আরও বলেন, যে কর্মিসভায় ব্লক নেতৃত্ব কার্যত স্বীকার করে নিয়েছেন, দলের একাংশ দলে থেকেই বিরোধিতায় লিপ্ত। সব মিলিয়ে জয়পুর ব্লকে তৃণমূলের ভিত নড়বড়ে। যা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে ব্লক নেতৃত্ব।