আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মে: শনিবার দুপুরে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরে বাড়ি ফিরছিলেন সাতাশ জন শ্রমিক। তাদের বাড়ি নয়াগ্রাম থানার কলমাপুকুরিয়া, বড় খাকড়ি, বাগডোবা এবং জাম্বনী ও কেশিয়াড়ি থানার চিচিড়া, চিল্কিগড়, ধড়সা, কালামাটিয়া, শালডাঙা এলাকায়। কখনও বাসে, কখনও হেঁটে তারা খড়গপুর হয়ে কেশিয়াড়িতে পৌঁছায়। এরপর ক্লান্ত হয়ে পড়ায় কেশিয়াড়ির সরকারি কলেজ সংলগ্ন সালডাঙাতে তারা বিশ্রাম নেয়।
সেই খবর পেয়ে শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মাণ্ডি। তিনি ক্ষুধার্ত শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করেন এবং প্রত্যেকের হাতে একটি করে মাস্ক তুলে দেন। খবর পেয়ে আসেন কেশিয়াড়ি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, ব্লক তৃণমূল নেতৃত্ব সংকেত পালোই। তারাও শ্রমিকদের খাবার ও পানীয় জল দিয়ে সাহায্য করেন। এরপর কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ যোগাযোগ করেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল দত্তের সঙ্গে। তারা একটি গাড়ির ব্যবস্থা করে সকলেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করেন।