জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা এলাকার চাঁদবিলা মন্ডলের তিনটি পঞ্চায়েত এলাকা থেকে শনিবার প্রায় ২৭০টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিবারগুলি তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে ঝাড়গ্রাম জেলা বিজেপি সূত্রে জানাগেছে। নয়াগ্রামে অনুষ্ঠিত শনিবারের দলীয় কর্মসূচিতে এদিন যোগদানকারী সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সুখময় শতপথি এবং রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি।


