আমাদের ভারত, রামপুরহাট, ৭ ফেব্রুয়ারি: রেলের জায়গা থেকে উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে নামল তৃণমূল প্রভাবিত রামপুরহাট ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। শুক্রবার সকাল থেকে ষ্টেশনের মেন গেটের সামনে তারা প্রতিবাদ সভা করে। পরে ষ্টেশন ম্যানেজারের হাতে প্রতিবাদ পত্র তুলে দেয়।
দিন দুয়েক আগেই রামপুরহাট শহরে রেলের জায়গা দখল করে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ জারি করে রেল কর্তৃপক্ষ। ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত দোকান তুলে রেলের জায়গা দখল মুক্ত করার নির্দেশ নেয় রেল। দাবি না মানা হলে রেল কর্তৃপক্ষই উচ্ছেদ অভিযানে নামবে। এই নোটিশ জারি হতেই আন্দোলনের ডাক দেয় ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহর চেয়ারম্যান অমিত চক্রবর্তী, সংগঠনের সভাপতি আব্দুর রেকিব। বেলার দিকে রামপুরহাট ষ্টেশন ম্যানেজার পুষ্কর কুমারের হাতে একটি স্মারকলিপি জমা দেন। সংগঠনের দাবি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। গায়ের জোরে উচ্ছেদ করতে গেলে আগুন জ্বলবে শহরে। অভিযোগ, একশ্রেণির রেল পুলিশ দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইছে। টাকা দিলেই তারা রেলের জায়গায় বসে ব্যবসা করতে পারবে, নচেৎ উচ্ছেদ করা হবে। আব্দুর রেকিব বলেন, “পুনর্বাসন না দিলে আমরা উচ্ছেদ করতে দেব না। কারণ কিছু বেকার ছেলে রেলের জায়গায় ব্যবসা করে সংসার চালাচ্ছে। দোকান উচ্ছেদ করলে তারা না খেতে পেয়ে মরবে। আমরা তা কিছুতেই হতে দেব না”।
ষ্টেশন ম্যানেজার পুষ্কর কুমার বলেন, “স্মারকলিপির কপি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারাই সিদ্ধান্ত নেবে”।