আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বুধবারও এনআরসি এবং ক্যাবের বিরোধিতায় বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন শালবনি ব্লকের পিড়াকাটা, দাঁতন ব্লকের সাবড়া এবং ক্ষীরপাই ব্লকের ক্ষীরপাই বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। পিড়াকাটা বাজারে কয়েকশো কর্মী-সমর্থকের মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ এবং শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি।
ক্ষীরপাই বাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র এবং গোপাল সাহা। দাঁতন ব্লকের সাবড়া বাজারে তৃণমূলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শৈবাল গিরি ও শেখ ইফতেকার। জেলার এদিনের তিনটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল থেকেই কেন্দ্রীয় সরকারের ক্যাব ও এনআরসি আইনের তীব্র বিরোধিতা করে স্লোগান তোলেন তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা। এদিন প্রতিটি জায়গাতেই রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।