আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৬ ডিসেম্বর:
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। ক্যানিং ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার সকালে ক্যানিং হেলিকাপ্টার মোড় থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। ক্যানিং ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল লাহিড়ীর নেতৃত্বে এই মিছিলে হাঁটেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল সহ এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকরা। শেষে মিছিলে যোগ দেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডলও। এদিন এই প্রতিবাদ মিছিল শেষে ক্যানিং বাসস্ট্যান্ডে একটি সভাও করেন তৃণমূল নেতৃত্ব। কিছুতেই এনআরসি বা সিএবি এ রাজ্যে হতে দেওয়া যাবে না বলে দাবি তোলেন তারা। সভা শেষে প্রধানমন্ত্রীর কুশ পুতুলও পড়ানো হয় বাসস্ট্যান্ডে।