অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ গোপীবল্লভপুরে শুরু হল হাতিবাড়ি মোড়। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অবস্থান চলবে। তৃণমূল নেত্রীর নির্দেশে জেলার প্রতিটি বিধানসভায় চলবে এই বিক্ষোভ কর্মসূচি।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার উদ্যোগে সিএবি, এনআরসি আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভ ও ধর্না কর্মসূচি শুরু হয়েছে। এই অবস্থান বিক্ষোভ ধর্না অবস্থানে সামিল হয়েছেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন( টুডু), নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মূর্মু, ঝাড়গাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, ঝাড়গাম জেলা শিক্ষা সমিতি সংগঠনের সভাপতি স্বপন পাত্র, গোপীবল্লভপুরের ১নং ব্লক সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সভাপতি টিংকু পাল, নয়াগ্রাম ব্লকের ব্লক সভাপতি গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত ঘোষ, সহ একাধিক কর্মীবৃন্দ।