নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

আমাদের ভারত, হাওড়া, ২৮ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে শনিবার রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া জেলার বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

এদিন সকালে হাওড়ায় অবস্থান বিক্ষোভে সামিল হন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অন্যদিকে ডোমজুড়ের চামরাইলে অবস্থান বিক্ষোভে সামিল হন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের উদ্যেগে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি। অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গড়চুমুকে অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুলক রায়। বাগনান বাসষ্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে সামিল হন বিধায়ক অরুণাভ সেন। মঞ্চে উপস্থিত ছিলেন, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন। শ্যামপুরে অবস্থান বিক্ষোভে সামিল হন বিধায়ক কালিপদ মণ্ডল। রানীহাটিতে অবস্থান বিক্ষোভে সামিল হন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, জগতবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহ এব্রাহিম (গোরা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *