আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ফেব্রুয়ারি: আবারও আগুন লাগল উত্তর ২৪ পরগনার টিটাগডের ব্রহ্মস্থানে কেলভিন জুটমিলে। এই কারখানার ২ টি গোডাউনে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। কিছুদিন আগেও এই জুটমিলে ভয়াবহ আগুন লেগেছিল, গোটা ঘটনার তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে সাময়িক বন্ধ রাখা হয় কারখানার উৎপাদন।