আমাদের ভারত, ২৩ অক্টোবর: “পদক্ষেপ করার সময়, ব্যবস্থা নেওয়ার সময়!” দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে মা কালীর একটি মূর্তির শিরশ্ছেদের ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রীর দফতর, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর এক্স হ্যান্ডেল যুক্ত করে এই বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বৃহস্পতিবার তথাগত রায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভারতের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের বিভিন্ন দেবতা আছে। হিন্দি বলয়ে প্রভু রাম, ওড়িশায় শ্রী জগন্নাথ, দক্ষিণে ভগবান ভেঙ্কটেশ্বর। বাংলায় মা কালী। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে মা কালীর একটি মূর্তির শিরশ্ছেদ করা হয়েছিল (আমি বলতে চাই কে করেছেন?)।
তারপর আততায়ীদের গ্রেপ্তার করার পরিবর্তে, পুলিশ মা কালীর অপবিত্র মূর্তিটি নিয়ে যায়, তাকে জোর করে একটি প্রিজন ভ্যানে তুলে তাকে টেনে নিয়ে যায়।
বামপন্থী-‘ধর্মনিরপেক্ষ’, ধর্মান্ধতার শতাব্দীর দ্বারা কলুষিত মানসিকতা, বাঙালি হিন্দুরা এখনও বিচলিত নয়। তারা বুঝতে পারে না যে এটি তাদের জন্য শেষের শুরু। এবং একবার পশ্চিম বাংলার পাশের ইসলামী বাংলার যবনদের দ্বারা দখল করা হলে, উত্তর-পূর্ব ভারত ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”

