সময় আসছে সপরিবারে ভেতরে থাকতে হবে, অভিষক’কে ইডির তলব নিয়ে মন্তব্য সুকান্তর

আমাদের ভারত, ৬ অক্টোবর:
তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই প্রসঙ্গে তোপ দাগলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, সময় আসছে সপরিবারে ভিতরে থাকতে হবে।

তাঁর কথায়, “লিপস এন্ড বাউন্স কোম্পানির সঙ্গে প্রত্যেকেই যুক্ত। আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” সুকান্ত আরও দাবি করেছেন, “এই কোম্পানির সঙ্গে পরিবারের সবার নাম যুক্ত বলে জানতে পেরেছি। ভারতবর্ষের আইনের সেই শক্তি আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ, ফের যদি উনি এড়িয়ে যান তাহলে আদালত এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” প্রসঙ্গত এর আগেও তদন্তের গতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। এমনকি আদালতও।

এদিকে বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ধর্নামঞ্চ থেকেই রাজভবন অভিযানের ডাক দেন তিনি। এদিকে রাজ্যের রাজ্যপাল উত্তরবঙ্গ পরিদর্শনে গেছেন। রাজ্যপাল তৃণমূলের উদ্দ্যশ্যে জানান, দেখা করতে চাইলে উত্তরবঙ্গে আসুন।

এর আগে দুর্নীতির মামলায় বেশকয়েকবার অভিষেক ও তাঁর স্ত্রীকে তলব করেছে ইডি। এবার অভিষেকের বাবা মাকে নোটিশ দেওয়া হয়েছে ইডির তরফে। নোটিশ দেওয়া হয়েছে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। ৯ অক্টোবর অভিষেক, ১১ অক্টোবর রুজিরাকে তলব করেছে ইডি। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৬ ও ৭ তারিখ তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *