আমাদের ভারত, হুগলী, ৩ জানুয়ারি: চুঁচুড়ায় ককটেল পাখির টিকটক ভিডিও হল ভাইরাল।চুঁচুড়া তোলাফটোকের বাসিন্দা কল্যাণী মন্ডল দীর্ঘ তিন বছর ধরে পুষছেন ককটেল পাখিটি। শুক্রবার সেই ককটেল পাখির টিকটক ভিডিও করেন কল্যাণী মন্ডল।ভিডিওটি শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় ভাইরাল। ইতিমধ্যেই পঞ্চাশ হাজারের বেশি ভিউওয়ার্স হয়ে গেছে ভিডিওটির।
কল্যাণী মন্ডল জানান, সবাই তো নিজেদের ভিডিও করে টিকটকে কিন্তু তিনি একটু আলাদা করতেই করেছেন তার পাখির ভিডিও।