আমাদের ভারত, হাওড়া, ৭ এপ্রিল: করোনা মোকাবিলায় রাজ্য সরকার বিভিন্ন জেলায় একাধিক আইসোলেশন সেন্টার তৈরীর উদ্যোগ নেওয়ার পর বিভিন্ন জেলায় তৈরী হয়েছে আইসোলেশন সেন্টার। হাওড়া জেলার সদরে বেশ কয়েকটি আইসোলেশন সেন্টার তৈরীর পাশাপাশি উলুবেড়িয়ায় ও এইরকম কয়েকটি সেন্টার তৈরী করা হয়েছে। যার মধ্যে উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল অন্যতম। ৬ নং জাতীয় সড়কের পাশে এই হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার তৈরী করার পরেই হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি শুরু করল প্রশাসন। হাসপাতালের দুটি প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন ছাড়াও কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, হাসপাতালের মূল প্রবেশদ্বার দিয়ে হাসপাতালের চিকিৎসক সিস্টার ও স্বাস্থ্য কর্মীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। পাশাপাশি অন্য প্রবেশদ্বার দিয়ে শুধুমাত্র রোগীরা প্রবেশ করবে।

