পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে খড়্গপুর স্টেশন। শনিবার সকাল থেকেই খড়্গপুর জংশনে সমস্ত ট্রেনের ভেতরে এবং স্টেশন চত্বরে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় মহিলা পুলিশ ও অন্যান্য পুলিশ কর্মীদের দুটি টিম। সিসি টিভি ক্যামেরায় পুরো এলাকা নজর রাখা হয়েছে। সাধারণতন্ত্র দিবসে স্টেশন চত্বর সুরক্ষায় জিআরপি এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
খড়্গপুর রেলওয়ে সুরক্ষা বাহিনীর অফিসার ইনচার্জ সুধীর কুমার জানান, গুরুত্বপূর্ণ এই স্টেশন দিয়ে যাতায়াত করা সমস্ত ট্রেনে তল্লাশি চালানো হচ্ছে। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে রেল সুরক্ষায় নিযুক্ত সমস্ত বাহিনী তৎপর রয়েছে।