সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ জানুয়ারি: জিনাতের পর ফের বাঁকুড়ায় বাঘের হানায় আতঙ্ক। দক্ষিণ বাঁকুড়ার বনাঞ্চল ফুলকুসমায় আজ সকালে বাঘের পায়ের ছাপ নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওটা বাঘের পায়ের ছাপ কিনা সে বিষয়ে বনদপ্তর কিছু জানা যায়নি। তবে তিনটি দল ফুলকুসমা রওনা দিয়েছে বলে জানাগেছে।
বাঁকুড়া দক্ষিণ বন আধিকারিক প্রদীপ বাউড়ি জানান, বাঘের পায়ের ছাপ কিনা তা খতিয়ে দেখছে বনকর্মীরা। জামসেদপুর বনাঞ্চলের ঘাটশিলায় জিনাতের পুরুষ সঙ্গী হাজির হয় বলে খবর। ঘাটশিলায় হাতির উপদ্রবের কারণে সেখানে ফটকা ফাটানো হচ্ছে প্রতিনিয়ত। অনুমান করা হচ্ছে, ফটকার আওয়াজে ভয় পেয়ে নিরাপদ আশ্রয় হিসাবে ফুলকুসমার দিকে পা বাড়িয়েছে রয়েল বেঙ্গল টাইগার।
এদিকে বাঘের উপস্থিতির খবরে ফুলকুসমার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, সম্প্রতি ওড়িশা থেকে পালিয়ে পুরুলিয়ার জঙ্গল ও পাহাড়ে হাজির হয় স্ত্রী বাঘ জিনাত। পুরুলিয়া থেকে বাঁকুড়ার জঙ্গলে এসে ধরা পড়ে জিনাত। তাকে ঘুমপাড়ানি গুলি করে খাঁচা বন্দি করা হয়। এবার জিনাতের খোঁজে তার পুরুষ সঙ্গী বাঁকুড়ায় হাজির হয়েছে বলে অনুমান।