আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ জানুয়ারি: বছর ঘুরতেই জঙ্গল মহলে ফের বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। রবিবার সকালে বিনপুর ২ নম্বর ব্লকের কাঁকো গ্রাম পঞ্চায়েত এলাকার মোহনপুর জঙ্গলের পাশে একটি সরষে ক্ষেতে গ্রামবাসীরা বাঘের পায়ের ছাপ দেখতে পেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা গিয়ে অজানা জন্তুর পায়ের ছাপ সংগ্রহ করেছে। বছর খানেক আগে পশ্চিম মেদিনীপুরের লালগড়ে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। সেই একই ধরনের পায়ের ছাপ দেখে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বাঁকুড়ার বারিকুল থানা এলাকার বারিকুল ও খেজুরখন্না এলাকায়। বন কর্মীরা সবক্ষেত্রেই ওই পায়ের ছাপ বাঘের কিনা তা নিশ্চিত না হলেও এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।