সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ ডিসেম্বর: বাঁকুড়ায় ফের বাঘের আতঙ্ক। আজ সকালে সিমলাপাল এলাকায় বাঘের পায়ের ছাপ অনুমানকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বাঁকুড়া জেলার সিমলাপাল থানার দুবরাজপুর অঞ্চলের রায়বাঁধ এলাকায় বাঘের পায়ের ছাপের মতো ছাপ দেখতে পাওয়া যায়। ঘন মাঠে কাজ করতে গিয়ে এলাকার মানুষ দূর থেকে বাঘের মতো দেখতে একটি প্রাণীও দেখতে পায়৷ ঘন কুয়াশার কারণে তারা সঠিক ভাবে বুঝে উঠতে পারেননি বড় ওই জন্তুটি কী। যার ফলে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় অধিবাসীরা জানান, সকালে তারা আলু ক্ষেতে গিয়ে মাঠে বাঘের পায়ের ছাপের মতো কিছু পায়ের ছাপ দেখতে পায়। একটি অজ্ঞাত প্রাণীও দেখা যায়। প্রাথমিকভাবে তারা ভেবেছিল এটি একটি কুকুর, কিন্তু এর আকার বড় হওয়ায় কিছুটা সন্দেহ তৈরি হয়। বন বিভাগকে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে বন বিভাগ পায়ের ছাপের নমুনা ছবি তুলে নিয় যায়, কিন্তু এটি বাঘ কিনা তা নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, এর আগে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় একটি বাঘ ধরা পড়ে, কিছু দিন আগে বিষ্ণুপুরের বাঁকাদহ জয়রামবাটির রাস্তায় একটি চিতাবাঘও মৃত অবস্থায় পাওয়া যায়। যার ফলে মানুষ পায়ের ছাপগুলি বাঘের হতে পারে বলে সন্দেহ করছেন। তবে এই পায়ের ছাপ বাঘের নয় বলে জানিয়েছেন বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের আধিকারিক প্রদীপ বাউড়ি। তিনি বলেন, পায়ের ছাপগুলি বাঘরোল- এর।

