আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ জুলাই: বাঘ তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পঞ্চমুখানি দুনম্বর জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর নাম যামিনী মিস্ত্রি (৫০)।
ছেলে সহ আরো দুই সঙ্গীর সাথে যামিনী শুক্রবার সকালে গোসাবার লাহিরিপুর গ্রাম থেকে মাছ কাঁকড়া ধরতে রওনা দিয়েছিল সুন্দরবনের জঙ্গলে। সেখানেই এদিন বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনা এলাকায় জানাজানি হতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। পরিবার সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যেতেন যামিনী।
ছেলে মিলন মিস্ত্রী বলেন, “মাছ ধরা আমাদের প্রায় শেষ হয়ে গেছিল। সব গুটিয়ে আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ এসে বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। তার ঘরে কামড় বসিয়ে জঙ্গলের মধ্যে টানতে টানতে নিয়ে যায়। আমরা চেষ্টা করেও বাবাকে ছড়িয়ে আনতে পারিনি”। বন দফতর জানিয়েছে বিনা অনুমতিতে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল মৎস্যজীবীদের দলটি। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর।