“ইট ছুঁড়লে পুষ্পবৃষ্টি হবে না,” পাল্টা হুঁশিয়ারি নিশীথের, “দাঁড়ি উপড়ানোর সময় এখনো আসেনি,” তর্জা তুঙ্গে তুলে বললেন উদয়ন

আমাদের ভারত, ৩ নভেম্বর: কোচবিহারের সিতাইয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে হামলা অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। হামলার ঘটনায় উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর উস্কানিতে করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা হুঁশিয়ারি, ইট ছুড়লে পুষ্পবৃষ্টি হবে না।

বিজেপির দাবি, কয়েকদিন আগেই নিশীথকে হুমকি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। নিশীথের দাড়ি গোঁফ উপরে ফেলার নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অন্যদিকে বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি করেছে রাজ্যে শাসক দল। হামলার বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, “আমি দলীয় কর্মসূচিতে গিয়েছিলাম। আমার কনভয়ে হামলা করা হয়েছে। আমার কনভয় ইট ছোড়া হয়েছে। কেউ ইট ছুড়লে তার ওপর পুষ্প বৃষ্টি হবে না। তিনি বলেন, এর আগে বিজেপির এক একনিষ্ঠ কর্মীর উপর হামলা করেছিল তৃণমূল। তার মাথায় সেলাই পড়েছিল। তাকে দেখতে যাওয়ার পথে মন্ত্রীর কনভয়ে হামলা চালানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন, তাকে দলের কর্মীদের দেখতে যাওয়া থেকে এভাবে আটকানো যাবে না। তিনি আক্রান্ত কর্মীদের দেখতে যাবেন।

অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করে উদয়ন গুহ বলেছেন, “আমি ২০২৪ সালে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে ফেলার কথা বলেছিলাম। তাহলে এখন গাড়িতে হামলা করবো কেন? যা হয়েছে তা বিজেপির লোকেরাই করেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফলেই এটা ঘটেছে। নিশীথ প্রামাণিককে তার ফল ভোগ করতে হচ্ছে।

আজ সকালে কোচবিহারের সিতাইয়ে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে নিশীথ প্রামানিককে আচমকা ঘিরে ধরে একটি ভিড়। অভিযোগ, এরপর কনভয়ে থাকা কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। কয়েকটি গাড়িতে ভাঙ্গচুর চালানো হয়। বিজেপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে তৃণমূলের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, উদয়ন গুহর কারণেই সমাজ বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে সেখানে। সিতাই, শীতলকুচি, দিনহাটা সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এখানেই শেষ কথা নয়, শেষ কথা উনি। কারণ উনি উত্তরবঙ্গ মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে যা উনি বলেছিলেন তাতে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *