নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ ডিসেম্বর:
জানুয়ারি মাস পর্যন্ত সিএএ’র বিরুদ্ধে রাজ্যে বামেদের সঙ্গে যৌথ আন্দোলন চলবে। শুক্রবার সুবোধ মল্লিক স্কয়ারে এইকথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, এদিন থেকে সিএএর বিরুদ্ধে রাজ্যে বামেদের সঙ্গে যৌথ আন্দোলন শুরু হল। নতুন বছরের পুরো জানুয়ারি মাস পর্যন্ত যৌথ আন্দোলনা চলবে বলে জানালেন প্রদেশ সভাপতি। তিনি আরও বলেন, এদিনের যৌথ আন্দোলনে মানুষ সাড়া দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজ্যের শাসক দলকে বিশ্বাস করেন না মানুষ। তাই সিএএ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে বাম, কংগ্রেসের যৌথ আন্দোলনে ভরসা রাখবে মানুষ। শুধু কলকাতায় নয়, গোটা রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলন হবে বলে জানান সোমেন মিত্র।
উল্লেখ্য এদিন সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলকাতায় প্রথম যৌথ মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় মহাজাতি সদনে। মিছিলে সিপিএমের পাশাপাশি বামফ্রন্টের সহযোগী দলগুলিও অংশগ্রহণ করে।