আমাদের ভারত, বনগাঁ, ১৪ মার্চ: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রলারের সঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা স্কুটির, ঘটনায় মৃত্যু হয়েছে স্কুটিতে থাকা তিন যাত্রীর৷ শুক্রবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত মেদিয়া বাজারের কাছে। ঘটনায় মৃত সৌমেন প্রামাণিক, রঞ্জন পোদ্দার ও মিহির মজুমদার৷
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবক সৌমেন ও রঞ্জনের বাড়ি মেদিয়া বাজার এলাকায়, অপর যুবক মিহিরের বাড়ি স্থানীয় গণেশপুরে। জানা গেছে চাকদার দিক থেকে ওই তিন যুবক একটি স্কুটিতে চেপে আসছিল। সেই সময় বনগাঁর দিক থেকে চাকদা অভিমুখে যাওয়া ট্রলারটি মেদিয়া বাজারের কাছে পার্কিং করছিল। স্থানীয়দের বক্তব্য, অনুযায়ী স্কুটিতে থাকা যুবকরা সজোরে এসে ট্রলারের মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় দুমড়েমুচড়ে যায় স্কুটি। রাস্তার উপরেই ছিটকে পড়ে তিন যুবক। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয়দের সহযোগিতায় তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, সেখানে আনার পর চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেনI