আমাদের ভারত, মেদিনীপুর, ২২ এপ্রিল: করোনা পরিস্থিতিতে সারা দেশে লকডাউন জারি থাকায় অন্যান্য সমস্যার সঙ্গে বাড়ছে রক্তের সংকট। এই আবহে স্বাস্থ্য বিধি মেনে হাতে গোনা কিছু রক্তদাতাকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। এরকম এক সংকট কালে রক্ত দানের জন্য সবার কাছে আহ্বান জানিয়েছিল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করতে এগিয়ে আসেন কুইজ কেন্দ্রের সদস্য তথা মেদিনীপুর শহরের অশোকনগরের বাসিন্দা শিক্ষক সন্তু রায়, বল্লভপুরের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক সত্যজিৎ কুন্ডু এবং রাঙামাটির বাসিন্দা বেসরকারি কোম্পানীর কর্মী অভিজিৎ সর। বুধবার সকালে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করে আসেন।
গত ১৪ এপ্রিল ‘বন্ধুদের’ উদ্যোগে পূর্ব মেদিনীপুরের মেছেদায় অনুষ্ঠিত রক্তদান শিবিরে কুইজ কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করেছিলেন কুইজ কেন্দ্রের সদস্য পেশায় শিক্ষক ভাস্করব্রত পতি ও বেসরকারি কোম্পানীতে কর্মরত কুইজ কেন্দ্রের দুই শুভানুধ্যায়ী কমলিকা সামন্ত ও মৃণাল চ্যাটার্জি। মেছেদার শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য সিরাজ খাঁন। বুধবার কুইজ কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রক্তদাতাদের অভিনন্দন জানান সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী।