অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ জুলাই: রাস্তার দু’ধারে বিষাক্ত পার্থেনিয়াম গাছ এবং আগাছা ছেয়ে গিয়েছে। আর বর্ষায় বিষাক্ত গাছে আশ্রয় নিয়েছে বিষাক্ত সাপ ও পোকামাকড়। তাই সেই সব বিষাক্ত পার্থেনিয়াম গাছ ধ্বংস করতে এগিয়ে এল ওই গ্রামের তিন যুবক। আগাছা নাশক স্প্রে দিয়ে মারলেন বিষাক্ত পার্থেনিয়াম গাছ ও আগাছা।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের চৌনিশোল গ্রামের তিন যুবক বিশ্বজিৎ পাল, সুব্রত পাল ও হেমন্ত শীট নিজেদের উদ্যোগে নিজেরাই বিষাক্ত আগাছা ধ্বংস করলেন কীটনাশক স্প্রে করে। তারা গ্রামের স্কুল পাড়া থেকে পুকুরপাড় পর্যন্ত হয়ে ডুলুং নদীর পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে দখল করে নেওয়া পার্থেনিয়াম গাছ ও আগাছাতে স্প্রে করলেন।
এ বিষয়ে বিশ্বজিৎ পাল জানান, আমি সুব্রত, হেমন্ত মিলে এই কাজ করেছি। এত পার্থেনিয়াম আগাছা হয়ে গিয়েছিল রাস্তার দু’ধারে এর ফলে সাপ বিষাক্ত পোকামাকড় প্রায়ই দেখা যাচ্ছিল তাই আমরা নিজেরাই নেমে পড়েছি যাতে সেইসব বিষাক্ত পোকামাকড় ও সাপ মানুষের ক্ষতি করতে না পারে।

