পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: এক মাসের মধ্যেই এই নিয়ে তিনবার বানভাসি হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, কেশপুর সহ বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং জলাধারগুলি থেকে লাগাতার জল ছাড়ার কারণে ফের বানভাসি হতে হলো ঘাটালকে।
শিলাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ-সহ বিভিন্ন নদীগুলিতে জলস্তর ক্রমশ বেড়েই চলেছে। দুর্ভোগের চিত্র কোনভাবেই যেন পরিবর্তন হচ্ছে না বানভাসি ঘাটালের। ঘাটাল পৌরসভার নটি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। চন্দ্রকোনা এক এবং দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একই অবস্থা কেশপুরের ক্ষেত্রেও। যত সময় এগোচ্ছে ততই ঘোরালো হচ্ছে বন্যা পরিস্থিতি। কবে মিটবে এই জল যন্ত্রণা সেই দিকেই তাকিয়ে প্রহর গুনছে বানভাসি ঘাটাল।