আমাদের ভারত, বারুইপুর, ৯ ডিসেম্বর: একটি নির্মীয়মাণ বাড়িতে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশের এলাকা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায়। এই ঘটনায় নবম শ্রেণির তিন ছাত্র গুরুতর জখম হয়েছে। তাদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয় মানুষজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বারুইপুর মদারাট আটঘরা কালিকৃষ্ণ বিদ্যাপীঠের নবম শ্রেণির তিন ছাত্র মানব সর্দার, রাজ শেখ ও রাজেশ সর্দার ঐ নির্মীয়মাণ বাড়িটিতে যায়। তখনই চারতলা বাড়িটির দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনে ঐ তিন ছাত্রই গুরুতর জখম হন। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষজন ছুটে আসেন। ঘটনার খবর পেয়েই বারুইপুর থানার আইসি দেবকুমার রায় ও এসডিপিও অভিষেক মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন। তারা নিজেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে কিছু নমুনা তদন্তের জন্য সংগ্রহ করেছে পুলিশ।
মঙ্গলবার বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থলে আসবে বলে জানিয়েছেন এসডিপিও। তিনি বলেন,
“ কিভাবে বিস্ফোরণ ঘটল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ ও কি ধরনের বিস্ফোরক থেকে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়টি জানতেই ফরেন্সিক ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে”। তবে ঐ ছাত্ররা কেন স্কুল থেকে বেড়িয়ে ঐ বাড়িটিতে গেল তা পরিস্কার নয়। ঘটনার পর গুরুতর জখম থাকায় তাদের কাছ থেকে এ বিষয়ে কিছুই জানা সম্ভব হয়নি।