তিন খুদে ক্যারাটে চ্যাম্পিয়ানকে সংবর্ধনা গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ আগস্ট: কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারেটে চ্যাম্পিয়নশিপ ২০২২ প্রতিযোগিতায় গোপীবল্লভপুরের প্রতিযোগিদের জয় জয়কার। জাপানিস ক্যারাটে ডু অ্যাসোসিয়শনের তিনজন অংশগ্রহণ করে মোট পাঁচটি পদক এনে গোপীবল্লভপুর তথা জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করেছে। ১০ ইয়াস পরুষ কাতার বিভাগে অভিজিত মাদুলি গোল্ড মেডেল, ১০ ইয়ার মহিলা কাতার বিভাগে শ্রেয়শী বাড়ি সিলভার, ৬ ইয়ার কাতার বিভাগে সৌমদ্বীপ বাড়ি গোল্ড পদক পেয়েছে।এবং কুমিদ বিভাগে ১০ ইয়ার অভিজিত মাদুলি ব্রোঞ্জ এবং ১০ ইয়ার মহিলা বিভাগে শ্রেয়সি বাড়ি সিলভার পদক পেয়েছে।

আজ এই তিন জন প্রতিযোগীকে সংবর্ধনা দিল জাপানিস ক্যারাটে ডু অ্যাসোসিয়ান। এদিন তিনজনকে অভিনন্দন জানাতে প্রথমে বড়তলা থেকে হাতিবাড়ি মোড় হয়ে কলেজে মোড় পর্যন্ত পদযাত্রা করা হয়, পরে গোপীবল্লভপুরের বোমনিলীমা পাঠাগারের কমিউনিটি হলে তাদের হাতে স্মারক তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এদিন গোপীবল্লভপুরের লাইব্রেরিতে অনুষ্ঠিত সংবর্ধনা সভা থেকে অ্যাসোসিয়ানের সভাপতি সত্যরঞ্জন বারিক জানান, নেতাজি ইন্ডোরে আন্তর্জাতীয় স্তরের প্রতিযোগিতায় গোপীবল্লভপুরের ক্যারেটে প্রতিযোগী তিনজন মোট পাঁচটি পদক এনে ঝাড়গ্ৰাম জেলা তথা জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করেছে। যা আগামী দিনে জাতীয় স্তরে সোনা বিজয়ে উদ্বুদ্ধ করবে বলে জানান সত্যরঞ্জন বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *