আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১ এপ্রিল: করোনা আতঙ্কের মধ্যেই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার অন্তর্গত ঢোসাহাট এলাকায়। রাত দেড়টা নাগাদ আগুন লাগে। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে জয়নগর ও বারুইপুর এলাকা থেকে মোট তিনটি দমকলের গাড়ি এসে প্রায় সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আচমকা আগুন লেগে যায় ঢোসাহাট বাজারে। সেখানে একটি কাপড়ের দোকান ও দুটি মুদিখানার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। রাতেই আগুন দেখে স্থানীয় মানুষজন নিজেরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা আগুন নেভানোর কাজে হাত লাগান। জয়নগর থানার আইসি অতনু সাঁতরা নিজে ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের তিনটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় দশ লক্ষ টাকার বেশি জিনিষের ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তাদের আরও দাবি, দ্রুত আগুন নেভানোর কাজে হাত না লাগালে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই বাজার এলাকা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।