সাথী দাস, পুরুলিয়া, ১২ জানুয়ারি: উত্তর প্রদেশ থেকে বাংলায় এসে বেধড়ক গণধোলাই এর শিকার হলেন তিন সাধু সহ তাদের সঙ্গী এক রাঁধুনি ও গাড়ির চালক। স্থানীয় তিন নাবালিকাকে অপহরণ করে পালাচ্ছে তিন সাধু এই গুজব ছড়িয়ে পড়তেই জনতার হাতে গণপিটুনি খান তিন সাধু। ভাঙ্গচুর করা হয় তাঁদের গাড়ি। ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার কাশিপুর থানার গৌরাঙ্গডি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে গাড়ি ভাড়া করে গঙ্গাসাগর মেলায় যাচ্ছিলেন ওই তিন সাধু। সম্পর্কে তাঁরা বাবা ও দুই ছেলে। তাঁদের সাথে ছিল একজন গাড়ির চালক ও একজন রাঁধুনি। জানা যায়, বৃহস্পতিবার ওই সাধুরা রাস্তায় ভিক্ষে করছিলেন, আর তখনই গুজব ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা তাঁদের উপর চড়াও হয়। চলতে থাকে তাঁদের উপর নির্মম প্রহার ও গাড়ি ভাঙ্গচুর। পরে কাশিপুর থানার পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।

