আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর:
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন ডাকাতকে ধরলো বেলদা থানার পুলিশ। গতকাল রাত এগারোটা নাগাদ বেলদা থানার পুলিশের পেট্রোলিং কার ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পেট্রোলিং করার সময় বেলদা থানার শুশিন্দা এলাকায় কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দেশিয় ওয়ান ছাটার বন্দুক।

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। পরে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তিনজন ব্যক্তি হলো দেবাশীষ জানা ও সন্দীপ পালুইয়ের বাড়ি কেশিয়াড়ি, সুরজিৎ দাসের বাড়ি বেলদা থানার বিনোদপুর এলাকায়। ধৃতদের আজ দাঁতন আদালতে তোলে বেলদা থানার পুলিশ।

