আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ এপ্রিল: কাঁথি মহকুমা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হল তিনজন রোগী। এই তিনজন রোগীর মধ্যে একজন হলেন ৩২ বছর বয়সী এগরার এক যুবক। অসুস্থ এই যুবকের সঙ্গে ভিন রাজ্য বা বাইরের কোনও যোগাযোগ পাওয়া যায়নি। বাকি দুজন পিছাবনী এলাকার স্বামী ও স্ত্রী। এই দুজনের সঙ্গে অন্ধ্র থেকে আসা মাছের কারবারীদের যোগাযোগ ছিল।
কাঁথি মহকুমা হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন, গতকাল এই তিনজন ভর্তি হয় এবং করোনার উপসর্গ থাকায় ভর্তির পর এদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। এদের দেহের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ তা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
কেন্দ্রর তালিকাভুক্ত রাজ্যের চারটি হটস্পট জেলা গুলির মধ্যে নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের। তার মাঝখানে গতকাল করোনার উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হল আরো তিনজন। এখন এদের নমুনা পরীক্ষায় কি ফল আসে সেই দিকেই তাকিয়ে সবাই।