আমাদের ভারত, হুগলী, ১১ সেপ্টেম্বর: হুগলীর দাদপুরের হোদলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিশের কমান্ডিং অফিসারের। মৃত দেবশ্রী চ্যাটার্জি রাজ্য পুলিশের সিও পদে ১২ নং ব্যাটেলিয়ান শিলিগুড়ির ডাবগ্রামে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর সিকিউরিটি গার্ড তাপস বর্মন ও গাড়ির চালক মনোজ সাহার।
পুলিশ সুত্রে খবর, আজ সকালে সাড়ে ছটা নাগাদ ২ নং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে অফিসারের স্করপিও গাড়ি। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পুলিশ সুত্রে খবর, গতরাতে শিলিগুড়ি থেকে বেড়িয়ে আজ কলকাতায় পর্নশ্রীতে বাড়ি ফিরছিলেন দেবশ্রী চ্যাটার্জি। সারা রাত গাড়ি চালিয়ে ভোরের দিকে চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, তার ফলেই এই দুর্ঘটনা।
ঘটনা স্থলে পৌছে তিনজনকেই দাদপুর থানার পুলিশ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিংসক। ঘটনার খবর পেয়ে হুগলি গ্রামীন পুলিশের পুলিস সুপার তথাগত বসু হাসপাতালে আসেন। মৃতদের পরিবারও হাসপাতালের উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে খবর। হাসপাতালে আসছেন রাজ্য পুলিশের পদস্থ কর্তারাও।