এক সপ্তাহে তিন জন, এবার ঝালদা পুর প্রধানের কুর্সিতে পূর্ণিমা কান্দু

সাথী দাস, পুরুলিয়া, ২০ জানুয়ারি: কলকাতা হাইকোর্টে আইনী জয় হল নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমার এবং কংগ্রেসের। শনিবার বেলা এগারটা নাগাদ শোভা যাত্রা করে পুর প্রধান পদে শপথ নেবেন পূর্ণিমা কান্দু। এই নিয়ে একসপ্তাহের আগেই ওই কুর্সিতে বসছেন তিন জন। এবার পূর্ণিমা।

পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে জটিলতা থাকছেই। শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজে আজ স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। তার আগে পর্যন্ত আপাতত ওই পুরসভার চেয়ারপার্সন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। শুক্রবার এমনই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

চার দিন আগে ১৬ জানুয়ারি কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ঝালদা পুরসভার পুরপ্রধান পদে বসেছিলেন নির্দলের হয়ে জেতা কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। এই প্রথম কোনও মহিলা ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচিত হন। ওইদিন কংগ্রেসের ৬ এবং নির্দলের এক কাউন্সিলর-সহ ৭টি ভোটে তিনি পুরপ্রধান নির্বাচিত হয়েছিলেন। পরদিন ১৭ জানুয়ারি তিনি প্রথম কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু দু’দিন কাটতে না কাটতেই ফের জটিলতা দেখা দেয়। ১৯ জানুয়ারি দলবিরোধী কাজের অভিযোগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করেন ঝালদার মহকুমা শাসক ঋতম ঝা। আর তার এক ঘণ্টার মধ্যেই সুদীপ কর্মকারকে নয়া পুরপ্রধান হিসাবে ঘোষণা করে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। দায়িত্ব নেওয়ার দু’দিনের মধ্যে এমন পরিস্থিতিতে প্রাথমিকভাবে হতবাক হয়ে যান শীলা চট্টোপাধ্যায়। আজই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

শীলা চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। সওয়াল জবাব চলার পর আদালত শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ সংক্রান্ত মহকুমা শাসকের নির্দেশে স্থগিতাদেশ জারি করে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকে পুরপ্রধান হিসাবে দায়িত্ব সামলানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি।

কংগ্রেস কাউন্সিলর তথা ঝালদা পুরসভার বর্তমান কাউন্সিলর পূর্ণিমা কান্দু বলেন, “সত্যের জয় হবেই। কলকাতা হাই কোর্টের রায়ে নিহত তপন কান্দুর আত্মা শান্তি পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *