পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যার জলে তলিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
জানাগেছে, ঘাটালের অজবনগর এলাকার বাসিন্দা নিতাই ডোগরা(৫০) গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। অনুমান করা হচ্ছিল তিনি বন্যার জলে তলিয়ে গিয়েছেন। বন্যার জলে সন্ধান চালাচ্ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজ সকালে বন্যার জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায় এবং সেটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর (পশ্চিম) এলাকায় গতকাল দুপুর থেকেই ঝড়ু জানা(৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। জলে তলিয়ে গেছেন সন্দেহ করে গতকাল সারাদিন তল্লাশি চালানো হয়, এমনকি রাতের বেলাতেও এই তল্লাশি চলে। আজ সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনী বন্যার জলে সন্ধানকাজ চালাতে থাকে এবং তখনই ঝড়ু জানার মৃতদেহ উদ্ধার হয়। ঘাটালের তৃতীয় দফার বন্যাতে এ পর্যন্ত তিনজনের বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে।
এদিকে ঘাটালের বন্যা পরিস্থিতি একই রকম রয়েছে। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যা প্লাবিত হয়ে রয়েছে। চাষবাসের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, দুর্গতদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে রান্না করা খাবার নিয়মিত দেওয়া হচ্ছে।