আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানা এলাকায় একটি পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হল। নিহতেরা সম্পর্কে তারা তিন ভাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাত্রে সাগরদীঘির কাবিলপুর থেকে মেলা দেখে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে উজ্জ্বলনগর মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে পাঁচিলে ধাক্কা মারে মোটরসাইকেলটি।ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের নাম সিতারাম মন্ডল (৩২), শঙ্কর মন্ডল (২২) এবং অপূর্ব মন্ডল (২২)। সাগরদিঘী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।