সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৬ ডিসেম্বর:
চলছে বড়দিন এবং বর্ষবরণের পার্টির মরসুম। আর মাদক পাচারের জন্য এই সময়টাকেই বেছে নেয় মাদক পাচারকারীরা। তাই উত্তর পূর্ব ভারত থেকে বিপুল হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে উপস্থিত হয়েছিল পাচারকারীরা। কিন্তু গোপন খবর পেয়ে ৫ কোটি ৪০ লক্ষ টাকার মাদক সহ উত্তর দিনাজপুরের যুবক সহ তিনজনকেই গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম মহম্মদ আমির খান, সৈয়দ কাজু দেওয়ান এবং মোহাম্মদ পাশমুদ্দিন।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে আমির এবং সৈয়দ দু’জনই উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা। আর উত্তর দিনাজপুরের বাসিন্দা পাশমুদ্দিন ওই মাদক নিতে এসেছিল। বুধবার রাতে আনন্দপুর থানা এলাকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন্স ট্রেডের কাছে পুলিশ টহল দেওয়ার সময় তিন সন্দেহভাজনকে দেখতে পান। তাদের তল্লাশি করে উদ্ধার হয়েছে প্রচুর হেরোইন, ইয়াবা, অ্যামফেটামাইন ট্যাবলেট। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৫.৪ কোটি টাকা।
উদ্ধার হয় এক কেজিরও বেশি হেরোইন, প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের ১ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট। হেরোইনের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা এবং ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারদর প্রায় আড়াই কোটি টাকা।