পুরুলিয়ার গাড়াফুসড় গ্রামে ডাইনি অপবাদে মহিলা সহ পরিবারকে খুনের হুমকি তিন প্রতিবেশীর

সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুলাই: পুরুলিয়ার গাড়াফুসড় গ্রামে ডাইনি অপবাদে এক মহিলা ও তাঁর পরিবারকে খুনের হুমকির অভিযোগ উঠল তিন প্রতিবেশীর বিরুদ্ধে। বিদ্যুতের হুকিং করতে বাধা দেওয়া ও প্রতিবাদ করায় প্রতিবেশী কয়েকজনের রোষের কবলে পড়ে ওই পরিবারটি। তার পর থেকে বিভিন্ন ভাবে তাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। প্রভাব খাটিয়ে অত্যাচার ও পিড়ন চলছেই। এই সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন আক্রান্ত পরিবারটি। তবুও নিস্ফল হয় তাঁদের কাতর লিখিত আবেদন। নিরাশ ওই পরিবারটি গ্রামে থাকতে এখন ভয় পাচ্ছে। স্বামী স্ত্রী সন্তান সন্ততিকে নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে হন্যে হয়ে ঘুরছে।

পুরুলিয়ার মফস্বল থানায় তাঁর তিন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। একের পর এক জেলায় ডাইনি সন্দেহে মারধরের অভিযোগ উঠে। ওই গ্রামে সাত মাস আগে এক বৃদ্ধাকে একই অপবাদে কোন ঠাসা করেছিল মোড়লরা।সচেতনতামূলক প্রচারেও দূর হচ্ছে না অন্ধকার। বিজ্ঞান এগোচ্ছে, কিন্তু মানুষের মন থেকে এখনও কু-সংস্কারের মেঘ কাটেনি। সে কথা আরও একবার প্রমাণ করল পুরুলিয়ার গাড়াফুসরো গ্রামের ঘটনা।

এই কু-সংস্কার দূর করতে আরও প্রচার দরকার, বলছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদি সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো। তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর প্রশাসন যদি নিজের কাজটি করতো তাহলে এই সমস্যাগুলো মাথা চাড়া দিয়ে উঠতো না। আমরা মানুষকে বোঝাতে পারি। আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার কোথায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *