জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: দু’মাস আগে মেদিনীপুর শহরের একটি দোকান থেকে মোবাইল চুরির অভিযোগে মালদার কালিয়াচকের এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শুক্রবার মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকা থেকে সাইফুল মিদ্যা ও তার এক সাগরেদকে গ্রেফতার করে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে কালিয়াচক থেকে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন ধরেই এরা মেদিনীপুর শহরে ঘাঁটি গেড়ে দুষ্কৃতী মূলক কাজকর্ম করছিল।পাশাপাশি এরা খড়্গপুর শহরেও বেশ কিছু চুরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে জানিয়েছেন পুলিশ সুপার দিনেশ কুমার।
গত ২৭ আগস্ট রাতে মেদিনীপুর শহরের কেরানিতলার একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এরপরই পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে মেদিনীপুর শহর থেকে শুক্রবার সাইফুল সহ তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। আজ তিনজনকেই মেদিনীপুর আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন।