স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ: রাস্তায় স্ল্যাব করাকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের সঙ্গে বচসা, ঘটনায় আক্রান্ত একই পরিবারের তিন সদস্য। বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত পরিবার। ঘটনাটি শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের ভাদুড়ি পাড়ার।
ওই এলাকার বাসিন্দা রঞ্জিত চৌধুরীর দাবি, তার বাড়ির লাগোয়া রাস্তায় একটি স্ল্যাব তৈরি করছিলেন তিনি। প্রতিবেশী পরিবারের সদস্যরা তাতে বাধা দেয়, এবং সেই স্ল্যাব ভাঙ্গার চেষ্টা করে, এরই প্রতিবাদ করতে যান রঞ্জিত চৌধুরী ও তার পরিবার। অভিযোগ, তখনই ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করে। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয় রঞ্জিত চৌধুরীর। এছাড়াও তার স্ত্রী এবং পুত্রকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। তাদের দাবি, এর পরেই তারা শান্তিপুর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান, যদিও পরবর্তীতে শান্তিপুর থানার দ্বারস্থ হন আক্রান্ত তিনজনই। এরপর অভিযুক্ত প্রতিবেশী পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আক্রান্ত রঞ্জিত চৌধুরীর দাবি, প্রতিবেশী পরিবারের ওই সদস্যরা যেভাবে হুমকি দিচ্ছে তার জেরে এখন তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে তারা চিন্তামুক্ত হতে পারছেন না।