সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ নভেম্বর: আগ্নেয়স্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উত্তর ২8 পরগনার অশোকনগর থানার হরিপুর খেলার মাঠ চত্বর থেকে ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি গুলি ভর্তি পাইপগান, একটি ভোজালি ও সাটার ভাঙ্গার লোহার রড। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা ডাকাতি বা ছিন্তাই করার উদ্দেশ্য এগুলি ব্যবহার করতেই নিজেদের কাছে রেখে ছিল। ধৃতদের নাম বাপি সেখ, রাজু মন্ডল, জিয়াউল হক। ধৃতরা বৈকারা হরিণঘাটা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রের খবর, ধৃতরা এলাকার ত্রাস হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম ও তোলাবাজি করছিল। এছাড়া এদের বিরুদ্ধে ব্যাঙ্ক ডাকাতি, ছিন্তাই ও তোলাবাজি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। সম্প্রতি এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সূত্রে অশোকনগর থানায় খবর আসে কয়েক জন দুষ্কৃতী অশোকনগর থানার হরিপুর এলাকায় ঘোরাঘুরি করছে। পুলিশ গিয়ে তাদের আটক করে। উদ্ধার হয় একটি গুলি ভর্তি পাইপগান, একটি ভোজালি ও সাটার ভাঙ্গার লোহার রড। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ধৃতরা ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল। দুষ্কৃতীদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ। বুধবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়।