আমাদের ভারত, মালদা, ১২ সেপ্টেম্বর: বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাই মোটর সাইকেল পাচার চক্রের ৩ পান্ডাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর পিএইচই এলাকার থেকে এই ৩ পাচারকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি চোরাই মোটর বাইক।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের নাম শামসুদ্দিন শেখ, আবু সাফিয়া ও রাহুল শেখ। এদের প্রত্যেকের বাড়ি বৈষ্ণব নগর থানার বাংলাদেশ সীমান্তবর্তী শুক পাড়া এলাকায়। এদিন ওই এলাকায় চোরাই মোটর
বাইকগুলি সীমান্ত দিয়ে ওপারে পাচার করার জন্য এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। শনিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
জেলার পুলিশ সুপার অলক রাজুরিয়া বলেন, বিগত কয়েকদিন ধরেই চোরাই মোটর বাইক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের আরও তথ্য পাওয়া যাবে।