পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে আজ তিন নং লছমাপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে
মিছিল করা হয়। যেমন একশো দিনের কাজের রাজ্যের বকেয়া প্রাপ্য পাওনা টাকা, কেন্দ্রীয় সরকারের ইডি- সিবিআই’কে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করা, বারবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি সহ নানা ইস্যু নিয়ে মিছিল করা হয়। মিছিলটি উত্তর সিমলা পার্টি অফিস থেকে শুরু হয়ে হাই রোড পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, খড়্গপুর ২নং ব্লকের সভাপতি তৃষিত মাইতি, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সনাতন বেরা, লছমাপুর অঞ্চলের সভাপতি নিমাই সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

