কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর: একবিংশ শতাব্দীতেও ডাইনি প্রথা এখনো চলছে। বিজ্ঞান-এবং প্রযুক্তির যুগেও এখনো মানুষ পুরোপুরি সচেতন হয়নি তার অন্যতম প্রমাণ এই ডাইনি প্রথা। ডাইনি প্রথার জন্য মারধর এবং অত্যাচার করা, এমনকি প্রাণে মেরে ফেলার পর্যন্ত ঘটনা প্রায়ই শোনা যায়। এবার ডাইন চিহ্নিত করে শারীরিক এবং মানসিক অত্যাচারের ঘটনা ঘটল চন্দ্রকোনার মল্লেশ্বরপুরে।
জানা গিয়েছে, ওই গ্রামের তিন আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে এলাকার কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ লাগাতার অত্যাচার করে চলেছেন। শুধু তাই নয় শনিবার সকালে তাদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করেছেন অত্যাচারিতরা। ওই এলাকার লালি হেমরম এবং তার শাশুড়ি ও জা লক্ষ্মী হেমরম এবং মামনি হেমরমকে ডাইনি সন্দেহে চিহ্নিত করা হয়েছে। ওই পাড়ায় কারোর অসুখ বিসুখ হলে বা কেউ মারা গেলে ওই তিন মহিলাকে দোষারোপ করা হচ্ছে। তাদেরকে কলের জল আনতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। মানসিকভাবে ওই তিন মহিলার পরিবার ভেঙ্গে পড়েছে। খাওয়া-দাওয়া পর্যন্ত তারা করতে পারছেন না বলে জানিয়েছেন ওই তিন মহিলা। অবিলম্বে এর প্রতিকার চেয়ে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করেছেন তারা। ওই এলাকার ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।