সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুন: তিন দিন স্বাভাবিক থাকার পর ফের কোভিড ১৯ এ সংক্রমণের সংখ্যা বাড়ল পুরুলিয়ায়। বাড়ল সুস্থ ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার হারও। সোমবার পুরুলিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ৮৬ জন আক্রান্ত হয়েছেন। এদিন দুজন নতুন করে আক্রান্তের খবর মিলেছে। আজ পর্যন্ত ১০০৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৯৯৫৫ জনের রিপোর্ট নেগেটিভ রয়েছে।
অন্যদিকে, জেলায় ৮৬ জন আক্রান্তের মধ্যে ৮২ জন সুস্থ বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ড্যাশ বোর্ডে উল্লেখ করা হয়েছে। ফের আড়শা ও নিতুড়িয়া ব্লকে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে।

