বাঁকুড়ায় ঝুমুর লোকশিল্পীদের তিন দিনের প্রশিক্ষণ শিবির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ সেপ্টেম্বর: জেলার ঝুমুর লোকশিল্পীদের তিন দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আজ এডওয়ার্ড সভাগৃহে প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পৌরপ্রধান অলকাসেন মজুমদার, অতিরিক্ত জেলা শাসক প্রলয় রায় চৌধুরী, মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, তথ্য আধিকারিক গণেশ হাঁসদা প্রমুখ।

শিবিরে জেলার ৫০জন শিল্পীকে বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাঁসদা জানান, শিবিরে অংশগ্রহণকারী শিল্পীদের দ্বারা বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারের ব্যবস্থা করা হয়। শিবিরের মাধ্যমে নতুন গান রচনা, তার সুরারোপ, পরিবেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষক সরোজ রায় জানান, ঝুমুর একটি প্রাচীন লোক শিল্প। এর অনেক ধারা রয়েছে। সে সব সম্বন্ধে শিল্পীদের প্রশিক্ষিত করে নতুন গান রচনায় ও সুরারোপে আলোকপাত করা হবে, যার ফলে সরকারি প্রকল্প প্রচারের সরকারি চিন্তা ধারা ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *