Theft, Bigajoora, বড়জোড়ায় একাধিক চুরির কিনারা, সামগ্রী সহ গ্রেপ্তার ৩ দুষ্কৃতী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুলাই: বড়জোড়া এলাকার বেশ কয়েকটি বাড়িতে চুরির অভিযোগে বাঁকুড়া শহরের কেঠার ডাঙা ও আশ্রম পাড়া থেকে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরির সামগ্রী। আজ তাদের বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়জোড়া থানা এলাকায় গত কয়েক মাস ধরে মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বেশ কিছু তালাবন্ধ বাড়িতে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটে।বাড়ির তালা ভেঙ্গে মূল্যবান সামগ্রী, অর্থ ও সোনা রুপোর গয়না চুরি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বড়জোড়া থানায় অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। বাঁকুড়া সদর থানার পুলিশের সহযোগিতায় বাঁকুড়া কেঠারডাঙ্গা এলাকায় থেকে ২ জন অপরাধীকে গ্রেপ্তার করে। তাদের নাম সাবির শেখ ওরফে খড়ু ও জগদীশ দাস ওরফে লুলু। চুরি করা গয়নাগুলি ছোটন পাল নামে বিবেকানন্দপল্লির যে ব্যক্তির কাছে বিক্রি করেছিল তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই অভিযুক্তরা বড়জোড়া শহরে তালাবদ্ধ বাড়িতে রাতে চুরির বেশ কয়েকটি ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিল। পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে। প্রায় ১৬০ গ্রাম সোনা এবং ৪০০ গ্রাম রুপোর অলঙ্কার গলানো আকারে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা তা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *