স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ জানুয়ারি: খড়ি কুড়োতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হলো তিন শিশু। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার পাতনোরের হাটখোলা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার একটি বাঁশঝাড়ে এদিন এলাকার কয়েকজন শিশু খড়ি কুড়োতে গিয়েছিল। সেই সময় সেখানে পড়ে থাকা বোমাকে বল ভেবে পকেটে ভরে নেয় তারা। এরপর খড়ি কুড়োনোর সময় বোমা ফেটে গুরুতর জখম হয় তিন শিশু। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কিভাবে সেখানে বোমা এল তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
আহত শিশুদের তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের। বোমার আঘাতে ঝলসে গিয়েছে তিন শিশুর শরীরের বিভিন্ন অংশ। আহত শিশুদের আত্মীয়দের অভিযোগ, বাঁশঝাড়ে বোমা তৈরি করে মজুত রাখা হয়েছিল। খড়ি কুড়োতে গেলে বোমাগুলোকে বল ভেবে পকেটে ভরে নেয় তারা। এরপরই সেগুলি ফেটে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় দুষ্কৃতীরা বোমা বানিয়ে মজুত করে রেখেছিল কি উদ্দেশ্যে তা নিয়ে উঠছে প্রশ্ন।
ওয়াকিবহল মহলের ধারণা সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এলাকায় বোমা মজুত করা শুরু করেছে দুষ্কৃতীরা৷ ঘটনায় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি যথাযথ তদন্তের দাবি তুলেছেন তারা।