আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি:
দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফে বোমা ফেটে আহত তিন শিশু। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘুঁটিয়ারি শরিফ হাসপাতাল রোডে ঘটনাটি ঘটে এদিন বিকেলে।
একটি ঘরের পিছনে ব্যাগ ভর্তি বোমা রাখা ছিল, সেগুলিকে বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। তিনটি শিশুই গুরুতর জখম হয়েছে। ঘটনাস্থলে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন।তবে কে বা কারা কি কারণে এই বোমা মজুত করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।